Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার, ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৩:০৩

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার, ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করল দেশটির সরকার। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। খবর রয়টার্স, আল জাজিরা’র।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, সরকার ইতোমধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফ্রেমওয়ার্ক অনুমোদন করেছে।

যদিও এক্সবার্তায় তিনি যুদ্ধবিরতির প্রসঙ্গ উল্লেখ করেননি। তবে তার সরকারের এক মুখপাত্র রয়টার্সকে জানান, মন্ত্রিসভার অনুমোদনের ফলে গাজায় যুদ্ধবিরতিতে আর কোনো বাধা নেই।

ওই মুখপাত্র বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। এর পরবর্তী ৭২ ঘণ্টায় গাজায় আটক সব জীবিত জিম্মি ও নিহতদের মরদেহ ফেরত আনা হবে।’

গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত এ নতুন পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরিকল্পনার কপি পাঠানো হয় ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের কাছে। তখন হামাস ছাড়া অন্য সবাই পরিকল্পনায় সম্মতি জানিয়েছিল।

পরে ৩ অক্টোবর হামাস প্রাথমিক সম্মতি জানালে পরদিন ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প। এরপর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়।

দুই দিনেরও বেশি সময় আলোচনা শেষে ৮ অক্টোবর রাতে প্রাথমিক পর্যায়ের একটি চুক্তিতে সই করে ইসরায়েল ও হামাস। পরদিন ৯ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তার এক দিন পর মন্ত্রিসভার অনুমোদন এলো।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার মানুষ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিন গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর