Logo

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৫:১৫

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেতা মাহিনা কোহিয়ানা মাচাদো। ছবি : সংগৃহীত

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কার দেওয়া হলো ভেনেজুয়েলের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।

ঘোষণায় আরও বলা হয়েছে, তার অহিংস প্রতিরোধ ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম শুধু ভেনেজুয়েলায় নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে।

গত কয়েক বছরে শান্তিতে নোবেল পেয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা। ২০২৪ সালে পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন নিহন হিদানকিয়ো। ২০২৩ সালে পুরস্কার পেয়েছিল ইরানের নার্গিস মোহাম্মাদি।

২০২২ সালে পুরস্কার পেয়েছিল বেলারুশের আলেস বিলিয়াতস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিজ। ২০২১ সালে ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ এ সম্মান অর্জন করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোবেল পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর