Logo

আন্তর্জাতিক

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৩

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) শহরের একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত আশ্রয়কেন্দ্রটিতে এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এল-ফাশারের স্থানীয় প্রতিরোধ কমিটি এ হামলাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ চলমান। এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

জাতিসংঘের হিসাবে, দেশটির প্রায় আড়াই কোটি মানুষ বর্তমানে তীব্র খাদ্য সংকট বা দুর্ভিক্ষের মুখে রয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর