Logo

আন্তর্জাতিক

আফগান ট্যাংক পাকিস্তান সীমান্তে, ৫৮ সেনা হত্যার দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:১৮

আফগান ট্যাংক পাকিস্তান সীমান্তে, ৫৮ সেনা হত্যার দাবি

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান। শনিবার রাতে সংঘর্ষে পাকিস্তানি সেনাদের ৫৮ জনকে হত্যা করার দাবি করেছে দেশটি। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ দাবি করেন।

রোববার (১২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। 

জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ‘শনিবার রাতের সংঘাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্তবর্তী ২৫টি পোস্ট দখল করেছে। সংঘর্ষের সময় কমপক্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। পাকিস্তান যদি পুনরায় আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।’

সংঘাতের পেছনে মূল কারণ হিসেবে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সমর্থন ও আশ্রয় প্রদানের অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। এই হামলায় টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হওয়ার গুঞ্জন রয়েছে। এছাড়া ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার সহযোগীদেরও প্রাণহানির তথ্য পাওয়া যাচ্ছে।

শনিবার রাতের সংঘাতের পর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা সীমান্ত এলাকায় অভিযান চালায়। পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার সকালে পাকিস্তান দাবি করেছে, তারা আফগান সীমান্তের ১৯টি পোস্ট দখল করেছে এবং সংঘাতে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন।

উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আফগানিস্তান পাকিস্তান তালেবান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর