Logo

আন্তর্জাতিক

সীমান্তে পাল্টা হামলায় ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২১:৩৪

সীমান্তে পাল্টা হামলায় ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

ছবি : সংগৃহীত

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে শনিবার গভীর রাতে শুরু হওয়া সংঘর্ষে দুইপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের তালেবান এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর হামলার জবাবে পরিচালিত পাল্টা অভিযানে ২০০-এর বেশি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন এবং আরও ২৯ জন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাতে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান ভূখণ্ডে অবস্থিত তালেবান ক্যাম্প, পোস্ট, সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ও সহায়ক নেটওয়ার্কে তারা সুনির্দিষ্ট হামলা, রেইড ও স্ট্রাইক পরিচালনা করেছে। এতে সীমান্ত জুড়ে বিভিন্ন তালেবান অবস্থান ধ্বংস হয়েছে। আফগান সীমান্তরক্ষী অবস্থান ২১টি অল্প সময়ের জন্য দখল করা হয়েছিল।

অন্যদিকে, আফগান প্রশাসন জানিয়েছে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত হয়েছেন। পাকিস্তান এখনও এ সংখ্যার সত্যতা স্বীকার করেনি।

উভয় পক্ষই ঘটনার দায় ও হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন দাবি করেছে। স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, রোববার সকালে বেশিরভাগ এলাকায় গোলাগুলি বন্ধ হলেও খুররম অঞ্চলে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছিল।

পাকিস্তান আইএসপিআর হুশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তান আফগান ভূখণ্ডকে সন্ত্রাসের জন্য ব্যবহার সহ্য করবে না এবং প্রয়োজন হলে সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুর ওপর অভিযান চালাবে। তারা জানিয়েছে, তালেবান সরকার যদি অব্যাহতভাবে সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে, বিশেষ করে ভারতের সহায়তায়, তাহলে পাকিস্তান পুরোপুরি সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত থামবে না।

সংঘাতের কারণে সৌদি আরব, কাতার ও ইরান উভয় পক্ষকে শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা হ্রাস ও সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা অঞ্চলীয় শান্তির জন্য অত্যন্ত জরুরি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান আফগানিস্তান তালেবান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর