Logo

আন্তর্জাতিক

মেক্সিকোয় ভয়াবহ বন্যায় ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:১৫

মেক্সিকোয় ভয়াবহ বন্যায় ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। শনিবার (১১ অক্টোবর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

সিএনপিসি জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলে ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে জরুরি ত্রাণ কার্যক্রম সমন্বয় করেন। তিনি বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর