উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি ব্যাখ্যা করে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৬

নোবেল প্রাইজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ঘোষণা করেছে ২০২৫ সালের নোবেল অর্থনীতি পুরস্কারের বিজয়ীদের নাম। এই বছর পুরস্কার পেয়েছেন মার্কিন-ইসরায়েলি অর্থনীতিবিদ জোয়েল ময়কার, ফ্রান্সের ফিলিপ এজিওঁ এবং কানাডার পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল ময়কার। তিনি দেখিয়েছেন কিভাবে প্রযুক্তির অগ্রগতি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। বাকি অর্ধেক ভাগাভাগি করেছেন ফিলিপ এজিওঁ ও পিটার হাউইট। তারা দেখিয়েছেন কিভাবে নতুন উদ্ভাবন পুরনো প্রযুক্তিকে প্রতিস্থাপন করে এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়।
নোবেল কমিটি জানিয়েছে, গত দুই শতকে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে অসংখ্য মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে এবং সমৃদ্ধির ভিত্তি তৈরি হয়েছে। বিজয়ীরা দেখিয়েছেন, উদ্ভাবন কেবল অর্থনীতিকে এগিয়ে নেয় না, মানুষের জীবনমানও উন্নত করে।
জোয়েল ময়কার বলেন, উদ্ভাবন সফল হতে হলে শুধু জানা যথেষ্ট নয় যে কিছু কাজ করে, তা কেন কাজ করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা জরুরি। পাশাপাশি, সমাজের নতুন ধারণাকে গ্রহণযোগ্য করা এবং পরিবর্তনের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।
ফিলিপ এজিওঁ ও পিটার হুইট দেখিয়েছেন, নতুন ও উন্নত পণ্য বাজারে এলে পুরনো পণ্যগুলো পিছিয়ে যায়। এই প্রক্রিয়াকে তারা ‘সৃষ্টিশীল ধ্বংস’ বা ক্রিয়েটিভ ডিসট্রাকশন বলে। তারা বলেছেন, এই প্রক্রিয়ায় সংঘাতও তৈরি হয়, যা গঠনমূলকভাবে মোকাবিলা করতে না পারলে উদ্ভাবন বাধাগ্রস্ত হতে পারে।
নোবেল কমিটির চেয়ারম্যান জন হাসলার বলেছেন, ‘তাদের গবেষণা দেখায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে হয় না। উদ্ভাবন ও সৃষ্টিশীল ধ্বংসকে চলমান রাখতে কার্যকর নীতি ও উদ্ভাবনী পরিবেশ বজায় রাখা জরুরি।’