Logo

আন্তর্জাতিক

বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড, দেশের বাজারেও সর্বোচ্চ দামে লেনদেন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৪

বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড, দেশের বাজারেও সর্বোচ্চ দামে লেনদেন

বিশ্ববাজারে ফের রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। ফলে দাম ছুঁয়েছে নতুন উচ্চতা। পাশাপাশি রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। খবর রয়টার্স।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলারে। সেশনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছায়।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে।

একইভাবে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড ৫১ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছে।

অন্যদিকে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও গত ৮ অক্টোবর স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরি প্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা এবং রুপার দাম ভরিতে ৩২৭ টাকা বাড়ানো হয়।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ৯৮১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সুদের হার নীতিতে অনিশ্চয়তা এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা বিনিয়োগকারীদের স্বর্ণ ও রুপার দিকে আরও বেশি আকৃষ্ট করছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর