Logo

আন্তর্জাতিক

ফের আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৯

ফের আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত। শুক্রবার (১৭ অক্টোবর) রাতের দিকে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ছয়জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামা প্রেস জানিয়েছে, প্রদেশের উরগুন ও বারমাল বিভাগে এ হামলাগুলো ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তানের এ হামলার পর আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বিনা উস্কানিতে আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে পাকিস্তান।’ পাকতিকার কমান্ডিং সেন্টারও খামা প্রেসকে ছয়জন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, ‘উস্কানি না দিলে আফগানিস্তান আর কোনো হামলা করবে না।’ তবে এ যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি।

পাকতিকার সরকারি কর্মকর্তারা সতর্ক করেছেন, এ ধরনের হামলা চলতে থাকলে সীমান্তের এ দ্বন্দ্ব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গভীর অবিশ্বাসই এ নতুন সংঘাতের মূল কারণ। আর এ সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আফগানিস্তান পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর