Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০, আহত ১৭০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৫

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০, আহত ১৭০

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১৭০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, হামলার শিকাররা সবাই বেসামরিক। নিহত ও আহতদের সংখ্যা এখনও বাড়তে পারে।

স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগার বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম ‘তোলো নিউজ’ জানিয়েছে, নিহত ও আহতরা সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।

আফগান-পাকিস্তান সীমান্তে গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘর্ষের পর দুই দেশের সেনাবাহিনী ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান এ বিমান হামলা চালায়।

হামলার প্রত্যক্ষদর্শী আহত হাজি বাহরাম তোলো নিউজকে বলেন, ‘আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকের ওপর হামলা চালিয়েছে।’

বিমান বাহিনীর অভিযানের পাশাপাশি স্পিন বোলদাক শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবা এলাকায় পাকিস্তানি স্থলবাহিনী আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে। এতে বহু বাড়িঘর ও দোকান ধ্বংস হয়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পেছনে রয়েছে পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি)। কয়েক বছর আগে পাকিস্তানের সরকার এ গোষ্ঠীকে নিষিদ্ধ করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আফগানিস্তান পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর