Logo

আন্তর্জাতিক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৩

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা মারা গেছেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা ১০১ বছর বয়সে মারা গেছেন। ছবি : সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা ১০১ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে দক্ষিণ-পশ্চিম জাপানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তোমিইচি মুরাইয়ামা ১৯২৪ সালে কিউশু দ্বীপের ওইতা জেলায় জন্মগ্রহণ করেন। টোকিওর মেইজি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বামপন্থি রাজনীতিতে আকৃষ্ট হয়ে তিনি সমাজতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন।

জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে কয়েকবার দায়িত্ব পালন করার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো জাপানের নিম্নকক্ষে নির্বাচিত হন তোমিইচি মুরাইয়ামা। ১৯৯৩ সালে তিনি সমাজতন্ত্রী দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯৩ সালের সাধারণ নির্বাচনে উদার গণতন্ত্রী দল (এলডিপি) একক সংখ্যাগরিষ্ঠতা হারালে আটটি বিরোধী দল মিলিত হয়ে সরকার গঠন করে। ওই জোট সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান সমাজতন্ত্রী দলের নেতা তোমিইচি মুরাইয়ামা।

তিনি জাপানের ইতিহাসে প্রথম ও একমাত্র সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের ৮১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে মুরাইয়ামা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চীন ও এশিয়ার অন্যান্য দেশে জাপানের আগ্রাসনের জন্য ক্ষমা চাওয়ার উদ্যোগ নেন এবং গভীর শোক প্রকাশ করেন।

এছাড়া হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হামলায় আহতদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে একটি আইন পাস করান। এ কারণে তিনি হিরোশিমা-নাগাসাকির বোমা আক্রান্তদের পরিবারদের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, ‘মুরাইয়ামা সেই সময়ের কঠিন অনেক সমস্যা সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছিলেন।’ জাপানের শান্তিপ্রিয় মানুষ তাকে শান্তির এক সত্যিকারের বার্তাবাহক হিসেবে মনে রাখে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর