Logo

আন্তর্জাতিক

চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক টেকসই নয়, ওরাই বাধ্য করেছে : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৪

চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক টেকসই নয়, ওরাই বাধ্য করেছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যে তার প্রস্তাবিত ১০০ শতাংশ শুল্ক টেকসই হবে না। তবে তিনি বলছেন, ‘সংখ্যাটা সেটাই।’ ট্রাম্পের মতে, চীনা কর্তৃপক্ষ দুর্লভ খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় মার্কিন পক্ষকে এ শুল্ক আরোপ করতে হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে এমনটাই বলতে শোনা যায়। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।

চীনা পণ্যে এ ধরনের উচ্চ শুল্ক টেকসই হবে কিনা, এর ফলে মার্কিন অর্থনীতিতে কী প্রভাব পড়বে? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা টেকসই নয়, কিন্তু সংখ্যাটা সেটাই।’

তিনি আরও বলেন, ‘ওরাই (চীন) আমাকে এটা করতে বাধ্য করেছে।’

এর আগে ট্রাম্প চীনা পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। পাশাপাশি ১ নভেম্বর থেকে ‘সব ধরনের সংবেদনশীল সফটওয়্যার’ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের কথাও জানান।

এটি এমন সময়, যখন ওয়াশিংটন-বেইজিংয়ের পূর্বের সমঝোতা অনুযায়ী একে অপরের ওপর আরোপিত শুল্কে ছাড়ের মেয়াদ ১০ নভেম্বর শেষ হতে যাচ্ছে।

দুর্লভ ভৌত খনিজ রপ্তানিতে চীনের বিধিনিষেধের পাল্টায় ট্রাম্প নতুন এ শুল্ক আরোপ ও সফটওয়ার রপ্তানিতে কড়াকড়ির পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ওয়াশিংটন।

দুর্লভ খনিজের বাজারে চীনের একচেটিয়া আধিপত্য রয়েছে। প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে এ খনিজের বিকল্প নেই। তবে এরপরও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। চলতি মাসের শেষদিকে দক্ষিণ কোরিয়ায় এ দুই নেতার বৈঠক হওয়ার কথা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর