Logo

আন্তর্জাতিক

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

কাতার ও তুরস্কের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের সাথে করমর্দন করছেন। ছবি : আল জাজিরা।

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স’র।

শনিবার দোহায় দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসেন। কাতারের পাশাপাশি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেয় তুরস্কও। বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

কাতার জানায়, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করতে পাকিস্তান ও আফগানিস্তান ফলোআপ বৈঠক করবে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষ হয়। এতে কয়েকশ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দোহা আলোচনায় আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি মদদ দিচ্ছে তালেবান সরকার। দুই সপ্তাহ আগে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা চালালে পরিস্থিতি ব্যাপক উত্তেজনায় রূপ নেয়।

এর আগে গত সপ্তাহে দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার পরপরই পাকিস্তান আফগান সীমান্তে বিমান হামলা চালায়। যদিও তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

আফগানিস্তান শুরু থেকেই দাবি করছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন বা আশ্রয় দেয় না।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান আফগানিস্তান মধ্যপ্রাচ্য তুরস্ক কাতার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর