রাশিয়ার গোলাবারুদ কারখানায় বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৫
ছবি : সংগৃহীত
রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। এখনো নিখোঁজ রয়েছেন ১২ কর্মী। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) রাতে চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় এ দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানায়নি কর্তৃপক্ষ। তবে এটি কোনো ড্রোন হামলা নয় বলে নিশ্চিত করা হয়েছে।
বিস্ফোরণের পরপরই কারখানায় আগুন ধরে যায়, যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ১২ জন কর্মীর সন্ধানে তল্লাশি চলছে। এ ঘটনায় শুক্রবার (২৪ অক্টোবর) উরাল অঞ্চলে শোক ঘোষণা করা হয়েছে।
বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।
এমএইচএস


