Logo

আন্তর্জাতিক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এএফপি’র।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

আফাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গি এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্ট মাসেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপর থেকে বালিকেসির প্রদেশে ছোট আকারের কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিল।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্ক ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার ভবন ধসে পড়ে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প তুরস্ক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর