Logo

আন্তর্জাতিক

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৭

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

চীনের পণ্যে আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। খবর ইকোনমিক টাইমস’র।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি রয়েছে। যার মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে চুক্তি হয়েছে।’

বৈঠকে কয়েকটি শর্তও তুলে ধরেন ট্রাম্প। তার মধ্যে রয়েছে- বেইজিং আবার মার্কিন সয়াবিন কেনা শুরু করবে, বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে।

ট্রাম্প আরও জানান, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন। এরপর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠকে তিনি দাবি করেন, বিরল খনিজ সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুল্কহ্রাসের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি চীনের ফেন্টানিলে আরোপিত ২০ শতাংশ শুল্কও কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র চীন ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর