Logo

আন্তর্জাতিক

তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯

তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে তুরস্কে আশ্রয় নেওয়া প্রায় সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন।

শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এসব তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন। যদিও একসময় এ সংখ্যা ছিল ৩৫ লাখেরও বেশি।

সাম্প্রতিক সময়ে সিরিয়ায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বহু শরণার্থী নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত ১১ লাখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন। এছাড়া প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষও তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, এখনো সিরিয়ার ভেতরে ৭০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। বিদেশে অবস্থান করছেন আরও ৪৫ লাখের বেশি শরণার্থী।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তুরস্ক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর