মেক্সিকোয় সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:১৭
মেক্সিকোর সোনোরা রাজ্যে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
মেক্সিকোর সোনোরা রাজ্যে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, শনিবার সোনোরা রাজ্যের হারমোসিলো শহরে ওয়াল্ডো নামের একটি জনপ্রিয় আউটলেটে এ বিস্ফোরণ ঘটে। হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে এবং আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক ভিডিও বার্তায় সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো বলেন, এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আহত ১১ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো মেক্সিকান রেড ক্রসের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী রয়েছে।
মেক্সিকান রেড ক্রসের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী রয়েছে।
এ ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তবে প্রাথমিক তদন্তে নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, এটি কোনো হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ড নয়; বরং দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে।
এমবি

