মালদ্বীপে ২০০৭ সালের পর জন্ম নেওয়াদের জন্য তামাক নিষিদ্ধ
সিপন চন্দ্র মন্ডল
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৯:৪৪
বাংলাদেশের খবর
ভবিষ্যত প্রজন্মের সুরক্ষায় নতুন একটি আইন প্রণয়ন করেছে মালদ্বীপ। এ আইনে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর কখনো তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করতে পারবে না। এই আইন কার্যকর হয়েছে চলতি বছরের ১ নভেম্বর থেকে। এর আগে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিলো
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া ব্যক্তিরা মালদ্বীপে কোনোভাবেই তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করতে পারবে না।
এই নিষেধাজ্ঞা দেশটির সকল নাগরিক ও বিদেশি পর্যটকদের জন্য প্রযোজ্য হবে এবং এতে সব ধরণের তামাকপণ্য সিগারেট, সিগার, ও ভ্যাপসহ অন্তর্ভুক্ত থাকবে। সেই সাথে বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে ক্রেতার বয়স যাচাই করতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০,০০০ রুপিয়া (প্রায় ৩,২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে। ভ্যাপ ব্যবহারের জন্য ৫,০০০ রুপিয়া (প্রায় ৩২০ মার্কিন ডলার) জরিমানা নির্ধারিত হয়েছে।
মালদ্বীপের এই সিদ্ধান্তকে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষার “অভিনব ও সাহসী উদ্যোগ” হিসেবে বর্ণনা করেছেন।
তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এই আইন বাস্তবায়নে অর্থনীতি ও পর্যটন খাতের প্রভাব বিবেচনায় নিতে হবে।
এই পদক্ষেপ মালদ্বীপের স্বাস্থ্যব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। অনেকেই আশা করছেন, মালদ্বীপের এই উদাহরণ ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পথে অনুপ্রাণিত করবে।
সার্বিকভাবে, মালদ্বীপ প্রমাণ করেছে—তারা তাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং দক্ষিণ এশিয়ার দ্বীপ অঞ্চলে তামাক নিয়ন্ত্রণে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

