আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝরাতে হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। খবর এএফপি’র।
স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাজধানী কাবুল থেকেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি।
ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সহায়তার জন্য ফোন নম্বর প্রকাশ করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
এর আগে মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা আরেক ভূমিকম্পে দেড় হাজার মানুষ প্রাণ হারান এবং ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।
এছাড়া চলতি বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এমবি

