মালদ্বীপ প্রেসিডেন্ট
স্বাধীনতা রক্ষার লড়াই সব সময় যুদ্ধাস্ত্র দিয়ে হয় না
সিপন চন্দ্র মন্ডল, মালদ্বীপ
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৫
					মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু
স্বাধীনতা রক্ষার লড়াই সব সময় যুদ্ধাস্ত্র দিয়ে হয় না বলে মন্তব্য করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
সোমবার (৩ নভেম্বর) ‘ভিক্টরি ডে’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মুইজ্জু বলেন, ‘আধুনিক বিশ্বে স্বাধীনতা রক্ষার লড়াই সব সময় বন্দুক বা যুদ্ধাস্ত্র দিয়ে হয় না। নতুন ধরনের হুমকি- বিশেষ করে অর্থনৈতিক হুমকি একটি দেশকে অজান্তেই দুর্বল করে দিতে পারে এবং স্বাধীনতা কেড়ে নিতে পারে।’
তিনি বলেন, ‘যদি আমরা সতর্ক না থাকি, তাহলে আমাদের স্বাধীনতা খুব সহজেই কেড়ে নেওয়া সম্ভব— আমাদের অর্থনীতি ধ্বংস করে বা গভীর সংকটে ফেলে।’
মালদ্বীপ প্রেসিডেন্ট বলেন, ‘সবাইকে যুদ্ধ বিদ্যায় প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তবে প্রত্যেক নাগরিকের হাতে ইতোমধ্যেই একটি শক্তিশালী অস্ত্র রয়েছে, তা হলো- তাদের মন ও চিন্তাভাবনা।’
তার ভাষায়, ‘একজন প্রকৃত দেশপ্রেমিক, যিনি দেশের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের উপরে রাখেন, তিনিই স্বাধীনতা রক্ষার সবচেয়ে বড় প্রতিরক্ষা বলয়।’
ড. মুইজ্জু বলেন, ‘যতক্ষণ প্রতিটি নাগরিক দেশের মঙ্গলের জন্য চিন্তা করবে, দিন-রাত দেশকে ভালোবাসবে এবং সব সিদ্ধান্তে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে— ততক্ষণ এই দেশ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘একটি দেশের আসল শক্তি তার জনগণ ও তাদের মানসিকতায় নিহিত। দেশপ্রেমবিহীন উন্নয়ন কোনো অর্থ বহন করে না।’
মালদ্বীপে ১৯৮৮ সালের ৩ নভেম্বর সংঘটিত সন্ত্রাসী হামলা প্রতিহতের স্মৃতিতে ‘ভিক্টরি ডে’ পালিত হয়। সে বছর তামিল সশস্ত্র সংগঠন পিপলস লিবারেশন অর্গানাইজেশন অব তামিল ইলমের (পিএলওটিই) ভাড়াটে সৈন্যদের সহায়তায় একদল মালদ্বীপবাসী তৎকালীন প্রেসিডেন্ট মাওমুন আব্দুল গাইউমের সরকার উৎখাতের চেষ্টা করেছিল।
সেই হামলায় ১৯ জন নিহত হন। যার মধ্যে ছিলেন ৮ জন সৈন্য ও ১১ জন বেসামরিক নাগরিক। আরো অনেকে আহত হন।
আজকের অনুষ্ঠানে শহীদদের পরিবারের হাতে স্মারক প্রদান করেন প্রেসিডেন্ট মুইজ্জু এবং সাবেক প্রেসিডেন্ট মাওমুনকেও সম্মাননা জানান।
- পিপি/এইচকে/
 

