Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০০

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া গেলেও এখনো সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি লুইভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট।

লুইভিল বিমানবন্দর কর্তৃপক্ষ এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার পর তাদের এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ইউপিএস-২৯৭৬ ফ্লাইটটি লুইভিলের মুহাম্মদ আলী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের এবং এটি হাওয়াইয়ের হনুলুলুর ড্যানিয়েল কে ইনুয়ে ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর