Logo

আন্তর্জাতিক

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫০

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

রাশিয়া শনিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় নতুন হামলা চালিয়েছে। এতে দেশের কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিয়েভের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ খবর জানিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালাচ্ছে, যার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।’ তবে তিনি নির্দিষ্টভাবে কোন অঞ্চলে হামলা হয়েছে তা উল্লেখ করেননি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতকাল শুরু হওয়ার কারণে এই ধরনের হামলা ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া দেশের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় ড্রোন হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়ার চার বছরের আগ্রাসনের ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর বড় অংশ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনও মস্কোর জ্বালানি রপ্তানি বন্ধ করতে ও দেশজুড়ে জ্বালানি ঘাটতি সৃষ্টি করতে রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে হামলা চালাচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউক্রেন রাশিয়া যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর