Logo

আন্তর্জাতিক

মসজিদে জুমার নামাজ আদায় করলেন যুক্তরাষ্ট্রের মুসলিম মেয়র মামদানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৩:৪০

মসজিদে জুমার নামাজ আদায় করলেন যুক্তরাষ্ট্রের মুসলিম মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গতকাল শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে তার প্রথম বড় রাজনৈতিক সফরের সময় জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন। 

মসজিদে উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে এই ৩৪ বছর বয়সী নেতাকে স্বাগত জানান এবং তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।

মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান জোহরান মামদানি, যেখানে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়েছিল, যা শহরের ইতিহাসে রেকর্ড।

বৃহস্পতিবার তিনি বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে পুয়ের্তো রিকো সফরে যান। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন এবং এখানে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগ থাকে। এটি তার নির্বাচনের পর প্রথম বড় রাজনৈতিক সফর। 

সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। ইতোমধ্যে তিনি সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন। 

এছাড়াও, তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন, যিনি মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক ছিলেন।

সূত্র: ডেইলি মেইল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর