Logo

আন্তর্জাতিক

একুয়েডোরে কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৯

একুয়েডোরে কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত

দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডোরের দক্ষিণপশ্চিমাঞ্চলের মাচালা শহরের একটি কারাগারে রোববার একদিনব্যাপী দাঙ্গার কারণে অন্তত ৩১ বন্দির মৃত্যু হয়েছে। দেশটির কারা সংস্থা এসএনএআই এক্স (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গুয়াকিল শহরের দক্ষিণে অবস্থিত মাচালা কারাগারে ২৭ বন্দি শ্বাসরুদ্ধ হয়ে বা ‘ফাঁসিতে ঝুলে তাৎক্ষণিকভাবে’ মারা যান। ভোররাতে একই কারাগারে পৃথক ঘটনায় আরও চারজন বন্দির মৃত্যু হয়।

কারা সংস্থা জানিয়েছে, নতুনভাবে তৈরি করা সর্বোচ্চ নিরাপত্তার স্থাপনায় বন্দিদের পুনর্বিন্যাসের সময় দাঙ্গা শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিবৃতিতে বন্দিদের মৃত্যুর ঘটনা বা কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

একুয়েডোরে কারাগারে কয়েক বছর ধরেই এ ধরনের সহিংসতা ঘটছে। চলতি বছরের সেপ্টেম্বরেও মাচালা কারাগারে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত ও আরও ১৪ জন আহত হন। এরপর কলম্বিয়ার সীমান্তবর্তী এসমেরালদাস কারাগারে আরেক দাঙ্গায় ১৭ জন নিহত হয়।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এসব সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোকে দায়ী করেছে যারা আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য লড়াইরত। প্রশাসন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আমেরিকা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর