দিল্লিতে গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ, আগুনে অনেকে দগ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২০:২৩
ছবি : এনডিটিভি
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাল কেল্লার কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর- এনডিটিভি।
ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, লাল কেল্লার কাছে বিপুল জনসমাগমের মধ্যে একাধিক গাড়ি আগুনে পুড়ছে। এক ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, আরেকটি গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং একজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন।
দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি ছিল ‘অত্যন্ত শক্তিশালী’। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ২৫টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়।
বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সেখানে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের ধরন ও উৎস শনাক্তের চেষ্টা করছে।
পুরোনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত লাল কেল্লা ভারতের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এইচকে/

