Logo

আন্তর্জাতিক

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১০, আহত ২৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৬

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১০, আহত ২৪

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২৪ জনের বেশি আহত হয়েছেন। খবর বিবিসি’র।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুরনো দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে আকস্মিকভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। রাস্তায় বহু পথচারী আহত অবস্থায় লুটিয়ে পড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দিল্লি পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারেনি এটি দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা।

পুলিশ জানিয়েছে, সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘটনাটি সম্পর্কে সরাসরি ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানান।

আহতদের অনেককে এলএনজিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, যে ভ্যানে প্রথমে বিস্ফোরণ ঘটে তার দরজাগুলো উড়ে গেছে। আশপাশে বিধ্বস্ত একাধিক গাড়ি পড়ে আছে। মাটিতে কয়েকজন লুটিয়ে পড়ে আছেন।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর