Logo

আন্তর্জাতিক

মালদ্বীপে যৌথ অভিযানে ৬৬ বিদেশি আটক

Icon

সিপন চন্দ্র মন্ডল, মালদ্বীপ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:২৬

মালদ্বীপে যৌথ অভিযানে ৬৬ বিদেশি আটক

মালদ্বীপের মালে শহরে যৌথ অভিযান চালিয়ে ৬৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

মালদ্বীপের মালে শহরে যৌথ অভিযান চালিয়ে ৬৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আটককৃতদের বিরুদ্ধে দেশে অবৈধভাবে বসবাস ও কাজ করার সন্দেহ রয়েছে।

স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কারান্কা রোড ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, মোট ৩৪৭ জন ব্যক্তিকে যাচাই করা হয় এবং ৬৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানটি মালদ্বীপে বৈধ ভিসা ছাড়া বসবাসকারী বিদেশিদের শনাক্ত ও দেশে ফেরত পাঠানোর একটি সমন্বিত প্রচেষ্টার অংশ।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। এটি দেশের সামাজিক ভারসাম্য ও অর্থনৈতিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু বিদেশি ‘ওপেন ভিসা’ অপব্যবহার করছে। নিবন্ধিত চাকরির বাইরে কাজ করছে বা স্বতন্ত্রভাবে ব্যবসা পরিচালনা করছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, বর্তমান মেয়াদের প্রথম তিন বছরের মধ্যে অনিয়মিত অভিবাসন সমস্যার সমাধান করবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মালদ্বীপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর