লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে চার বাংলাদেশি মারা গেছেন। একই উপকূলে পৃথক আরেকটি নৌকাডুবিতে ৬৯ জন অভিবাসী সাগরে পড়ে গেলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জন বহনকারী নিয়ে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর তারা পেয়েছে। প্রথম নৌকায় ২৬ বাংলাদেশি ছিলেন। যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন। যার মধ্যে দুজন মিসরীয় এবং বাকি ৬৭ জন সুদানী। যাদের মধ্যে রয়েছে আটজন শিশু। রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার এবং মৃতদের মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত হয়। বর্তমানে দেশটিতে ৮ লাখের বেশি অভিবাসী অবস্থান করছে।
এমবি

