যে কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরোধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:১৪
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক ট্রাম্প প্রশাসনের বিচারবহির্ভূত হত্যার অভিযানের বিরোধিতা করছেন। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মাত্র ২১ শতাংশ ভেনেজুয়েলার সরকারকে সরাতে সামরিক হস্তক্ষেপ সমর্থন করেছেন।
ফার্স নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানায়, জরিপে ৫১ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে মত দিয়েছেন। সমর্থন করেছেন ২৯ শতাংশ। রয়টার্স ও ইপসোসের নতুন জরিপে এ তথ্য দেখা গেছে।
এমন সময়ে এই তথ্য সামনে এলো, যখন ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর থেকে অন্তত ২০টি ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় এসব হামলায় ‘নার্কো–টেররিস্ট’ হিসেবে চিহ্নিত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কংগ্রেসের অনুমতি ছাড়া হওয়া এসব হামলায় রিপাবলিকান–ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নেতারা সমালোচনা করেছেন।
জরিপে দলীয় বিভাজনও স্পষ্ট। রিপাবলিকানদের ৫৮ শতাংশ এসব অভিযান সমর্থন করলেও ডেমোক্র্যাটদের মধ্যে সমর্থন মাত্র ৮ শতাংশ।
সবচেয়ে বড় বিষয় হলো ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রতি কম জনসমর্থন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাতে সামরিক বিকল্পের পক্ষে আছেন মাত্র ২১ শতাংশ নাগরিক। এটি দেখায়, লিবিয়া–আফগানিস্তানের ধাঁচের নতুন যুদ্ধ চায় না মার্কিন জনগণ। মাদুরোও সাম্প্রতিক বক্তব্যে শান্তির আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে সমালোচনা বাড়ছে। এমনকি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও দ্য ওয়াশিংটন পোস্টে লিখেছেন, মাদকবাহী নৌকা উড়িয়ে দেওয়া কিছু নেতাকে খুশি করতে পারে। কিন্তু এতে মাদুরো সরকার দুর্বল হবে না।

