Logo

আন্তর্জাতিক

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা।

স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা মহাসড়কের মুহরাস বা মুফরিহাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহরাস থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

সৌদি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারী ২০ জন ও শিশু ১১ জন। সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে যায় এবং বহু যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি।

সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ জন যাত্রী নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজখবর নিতে রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।’

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। আমি সৌদি আরবের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মতিন জর্জের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নিহত ও আহত যাত্রীদের সবার নাম-পরিচয় উদ্ধারে হায়দরাবাদভিত্তিক দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি এবং নিহতদের মরদেহ ফিরিয়ে আনা ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানিয়েছি।’

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সৌদি আরব ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর