Logo

আন্তর্জাতিক

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৮:২২

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৬

ইউক্রেনের পশ্চিমাঞ্চলজুড়ে বড় ধরনের সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৯ নভেম্বর) ভোরে হওয়া এই হামলায় তিন শিশুসহ অন্তত ২৬ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। খবর-বিবিসি

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ অঞ্চলটিতে এটি অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাতে রুশ বাহিনী টার্পোনিল শহরে ভয়াবহ মিসাইল হামলা চালায়। পাশাপাশি লভিভ ও ইভানো–ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও একাধিক স্থানে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার এক্স–১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক ভবনে আঘাত হানে, যার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, টার্পোনিল শহরে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ ঘটেছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি দাবি করেছেন, রাশিয়া এই সমন্বিত হামলায় ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৭টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

হামলার পর পশ্চিমাঞ্চলের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে একই দিন উত্তরাঞ্চলীয় শহর খারকিভে রুশ ড্রোন হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, শীতের শুরুতে রাশিয়ার হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, যা বেসামরিক জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউক্রেন রাশিয়া যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর