Logo

আন্তর্জাতিক

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৬

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০-এর প্রধান ভেন্যুতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় কয়েক হাজার প্রতিনিধি দ্রুত বাইরে বের হতে বাধ্য হন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রথমে তীব্র ধোঁয়া এবং উত্তাপ অনুভব করলে চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়। নিরাপত্তাকর্মীরা দিকনির্দেশনা দিতে ছুটে যান এবং দমকলকর্মীরা শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ভেতরের কয়েকজনকে ‘সালিডা! সালিডা! গেট আউট!’ চিৎকার করতে শোনা গেছে।

ফায়ার সার্ভিসের ব্যাপক প্রচেষ্টায় মাত্র ছয় মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। জাতিসংঘ ও কপ-৩০-এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত দেশগুলোর প্যাভিলিয়ন জোন থেকে, যেখানে প্রদর্শনী, আলোচনা ও বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদের কর্মসূচি চলছিল। তবে, আগুন কীভাবে শুরু হয়েছিল তা এখনও নিশ্চিত নয়। কপ সভাপতির কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভেন্যুর দায়িত্বশীলরা জানিয়েছেন, জেনারেটরের বিকলতা বা শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে না। এই ভেন্যু অ্যামাজন অঞ্চলের পুরোনো বিমানবন্দর চত্বরে নির্মিত বিশাল তাবু-কেন্দ্রিক, যেখানে প্রতিদিন হাজারো মানুষের চলাচল হয়।

দুই সপ্তাহব্যাপী এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে সারা বিশ্বের বহু প্রতিনিধি অংশ নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে সম্মেলনের শেষ দিন শুক্রবার (২১ নভেম্বর)। তবে প্রয়োজন হলে শেষ মুহূর্তে সময় বাড়ানো হতে পারে।

সূত্র : আল জাজিরা

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর