গাজাজুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৮
অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে। এ হামলায় আরও ৮৭ জন আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ বলছে, এ হামলা ছয় সপ্তাহ ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
রোববার (২৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্য গাজার দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়।
গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।
দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। স্থানীয় বাসিন্দা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি খুব ভঙ্গুর অবস্থায় আছে। কোথাও নিরাপদ নয়।’
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী।
এমবি

