ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:৩৭
লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলা, হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা ‘নিহত’, দাবি কর্তৃপক্ষের
ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বেইরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হায়থম আলি তাবাতাবাইসহ আরও চারজন নিহত হয়েছেন। হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মাহমুদ ক্বমাতি জানিয়েছেন, এই হামলা ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং সংগঠনটি প্রতিশোধ নেওয়ার বিষয়ে ভাবছে।
সোমবার (২৪ নভেম্বর) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার শহরগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। খান ইউনিস ও তুফ্ফাহ এলাকায় দুই সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যারা অস্ত্রধারী ছিলেন না।
এছাড়াও, হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরাকে জানিয়েছে, আজ সকালে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় হামাসের একটি প্রতিনিধি দল মিশরে গিয়ে গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা করছে।
বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহ এখন সামরিক প্রতিশোধ নেওয়ার অবস্থায় নেই। লেবানিজ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইমাদ সালামি বলেছেন, যদি হিজবুল্লাহ প্রতিশোধ নেয়, ইসরায়েলের কঠোর পাল্টা ব্যবস্থা ভয়াবহ হতে পারে।
এদিকে, ইসরায়েলি সেনারা গোলান উচ্চভূমিতে একটি প্রশিক্ষণ মহড়া শুরু করেছে, যা সিরিয়ার সীমান্তে ‘বিভিন্ন পরিস্থিতির মোকাবিলার’ প্রস্তুতি হিসেবে দেখানো হচ্ছে। সিরিয়া বারবার এই কর্মকাণ্ডের সমালোচনা করেছে।
একই সময়ে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে অন্তত ১৬ জন প্যালেস্টিনীয়কে গ্রেপ্তার করেছে।
এমএইচএস

