মালদ্বীপে ‘একান্ত’ প্রয়োজন ছাড়া সমুদ্রপথে ভ্রমণ না করার আহ্বান
সিপন চন্দ্র মণ্ডল, মালদ্বীপ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৪
মালদ্বীপে ‘একান্ত’ প্রয়োজন ছাড়া সমুদ্রপথে ভ্রমণ না করার আহ্বান।
পুরো মালদ্বীপজুড়ে প্রবল বাতাস ও উত্তাল সাগরের সতর্কতা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ কারণে একান্ত প্রয়োজন ছাড়া সমুদ্রপথে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সংগঠনটি এ আহ্বান জানায়। এর আগে মালদ্বীপে আগামী কয়েক দিনের জন্য খারাপ আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এমএনডিএফ জানায়, আবহাওয়া দপ্তর যখন হলুদ বা কমলা সতর্কতা জারি করে, তখন জনগণকে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করছি।
ডাইভিং এবং ওয়াটার স্পোর্টস সেবা প্রদানকারীদেরও আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
এছাড়াও এমএনডিএফ জাহাজ বা নৌযানে থাকা লাইফ জ্যাকেট ও যোগাযোগ সরঞ্জাম সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
সংগঠনটি জাহাজে অতিরিক্ত পণ্য বোঝাই করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং বিল্জ পাম্পের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
এমবি

