নিউইয়র্ক মেয়র মামদানির ট্রানজিশন দলে ফরহাদ মজহারের মেয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:৫৪
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের কবি, চিন্তক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহারের মেয়ে সমতলী হক। তিনি মামদানির শ্রমিক ন্যায়বিচার কমিটিতে স্থান পেয়েছেন।
সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের এই শিক্ষক এবং মানবাধিকার কর্মী মামদানির নির্বাচনি প্রচারণার শুরু থেকেই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
শিক্ষাজগতে আসার আগে সমতলী হক একজন শ্রম আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ফরহাদ মজহারের প্রথম স্ত্রীর কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি একজন পুয়ের্তো রিকান নাগরিককে বিয়ে করেছেন এবং তাদের পুত্র ও কন্যাসহ নিউ ইয়র্কে বসবাস করেন।
সমতলী হক ছাড়াও মেয়র মামদানির ৪০০ সদস্যের ট্রানজিশন দলে আরও ৯ জন বাংলাদেশি রয়েছেন, যা নিউইয়র্কের রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাবের এক নজিরবিহীন উদাহরণ। এই অন্তর্ভুক্তিকে প্রবাসী কমিউনিটির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
দলে অন্তর্ভুক্ত অন্য বাংলাদেশিরা হলেন, নাগরিক আন্দোলনের নেতা কাজী ফৌজিয়া, কমিউনিটি অর্গানাইজার আবদুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, শ্রমিক অধিকার সংগঠক মোহাম্মদ করিম চৌধুরী, ইমিগ্রেশন অধিকার কর্মী ফারিহা আক্তার, ক্ষুদ্র ব্যবসা সংগঠক আরমান চৌধুরী, সামাজিক সংগঠক শাহরিয়ার রহমান, যুব সংগঠক তাজিন আজাদ এবং আইন ও বিচার খাতের প্রতিনিধি ইমরান পাশা।
নতুন বছরের প্রথম দিন দায়িত্ব নেবেন নতুন মেয়র। সেজন্য ২৪ নভেম্বর সংবাদ সম্মেলন করে ১৭টি কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ছয়টি কমিটিতে বাংলাদেশিরা রয়েছেন।
চার শতাধিক বিশেষজ্ঞ ও কমিউনিটি নেতা নিয়ে গঠিত এই ট্রানজিশন দলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধি থাকলেও বাংলাদেশিদের এই সম্মিলিত উপস্থিতি এবারই প্রথম। এটি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী অবস্থান এবং রাজনৈতিক অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আইএইচ/

