Logo

আন্তর্জাতিক

বাংলাদেশকে এখনো বন্ধু বলতেই পছন্দ করি : ভারতের নৌবাহিনী প্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩

বাংলাদেশকে এখনো বন্ধু বলতেই পছন্দ করি : ভারতের নৌবাহিনী প্রধান

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠি

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠি বলেছেন, তিনি এখনো বাংলাদেশকে বন্ধু বলতেই পছন্দ করেন এবং আশা প্রকাশ করেন যে, প্রতিবেশী দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) নেভি ফাউন্ডেশন পুনে চ্যাপ্টার আয়োজিত ‘ইন্ডিয়ান নেভি– নেভিগেটিং আমিডিস্ট অনগোয়িং ফ্লাক্স অব জিওপলিটিক্স, টেকনোলজি অ্যান্ড ট্যাক্টিক্স’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, তিনি এখনো বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু বলতে রাজি নন, কারণ এটি হয়তো সাময়িক ও অস্থায়ী একটি পর্ব মাত্র। 

অ্যাডমিরাল আরও বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই আপাতত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

অ্যাডমিরাল ত্রিপাঠি বলেন, ‘আমরা এখনো তাদের জনবলকে প্রশিক্ষণ দিচ্ছি। আজ সকালে এনডিএ থেকে পাস করা এক বাংলাদেশি অফিসার ক্যাডেটের সঙ্গে আমার দেখা হয়েছে। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম বিদেশ সফর পরিকল্পনাই ছিল বাংলাদেশে। আরও প্রভাবশালী এক রাজধানীতে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি না বলেছি; আমি বাংলাদেশেই যেতে চাই। বাংলাদেশের আন্তরিকতা, আতিথেয়তা এবং ভারত তাদের জন্য যা করেছে তা স্মরণ করার যে শক্ত অনুভূতি তা ছিল সবসময় অনুপ্রেরণাময়।’

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর