Logo

আন্তর্জাতিক

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন বিমান বাহিনীর অভিজাত এরিয়াল ডেমোনস্ট্রেশন টিম ‘থান্ডারবার্ডস’-এর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

মার্কিন বিমান বাহিনীর অভিজাত এরিয়াল ডেমোনস্ট্রেশন টিম ‘থান্ডারবার্ডস’-এর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোভান্টে জনসন ইমেইলে নিশ্চিত করেছেন। তিনি জানান, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামরিক কর্মকর্তারা জানান, দুর্ঘটনাটি নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঘটেছে। তবে বিমান বিধ্বস্তের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, এফ-১৬সি ফাইটিং ফ্যালকন বিমানটি ক্যালিফোর্নিয়ার ট্রোনার কাছে মোজাভে মরুভূমির একটি শুকনো হ্রদের জমিতে পড়েছে। 

প্রত্যক্ষদর্শীরা ও জরুরি পরিষেবা কর্মীরা জানান, বিধ্বস্ত বিমানের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং আশেপাশের এলাকায় বিকট শব্দ শোনা যায়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর