Logo

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের কঠোরতা : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আসছে ৩০টির বেশি দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

ট্রাম্প প্রশাসনের কঠোরতা : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আসছে ৩০টির বেশি দেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা আরও বড় হতে পারে। নতুন পরিকল্পনায় ৩০টির বেশি দেশকে তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজকে তিনি এ তথ্য দেন।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা ৩২টি পর্যন্ত বাড়াবেন? জবাবে নোম বলেন, তিনি নির্দিষ্ট সংখ্যা বলতে চান না। তবে তালিকায় দেশ সংখ্যা ৩০টির বেশি হবে। তিনি জানান, প্রেসিডেন্ট এখনো দেশগুলোর তালিকা যাচাই করছেন।

গত জুনে ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আরও সাতটি দেশের ওপর আরোপ করা হয় ভ্রমণ বিধিনিষেধ। এসব নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়— নিরাপত্তা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখা।

ক্রিস্টি নোম সাক্ষাৎকারে বলেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই, নিজের নাগরিকদের পরিচয় যাচাই করতে পারে না, বা যুক্তরাষ্ট্রকেও এ তথ্য দিতে পারে না— সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি কেন দেওয়া হবে, সেটিই এখন প্রশ্ন।

নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর এই আলোচনার পেছনে আরেকটি ঘটনার প্রভাব রয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, হামলাকারী ছিলেন আফগানিস্তান থেকে আসা একজন অভিবাসী। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর