ইরানি মডেলের অনুকরণে নতুন ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫
ইরানি ড্রোন ‘শাহেদ-১৩৬’। ছবি : সংগৃহীত
ইরানি ড্রোন ‘শাহেদ-১৩৬’ থেকে যুক্তরাষ্ট্রের কপি বা অনুকরণ করার প্রচেষ্টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকংভিত্তিক সাময়িকী ‘এশিয়া টাইমস’।
প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের নীতির বিপরীতে যুক্তরাষ্ট্র এখন বিদেশি কার্যকর অস্ত্রের নকশা অনুসরণ করতে শুরু করেছে। এবার ইরানি প্রযুক্তিই ওয়াশিংটনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) ইরানভিত্তিক সংবাদমাধ্যম ‘পার্সটুডে’ এশিয়া টাইমসের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি ‘শাহেদ-১৩৬’ ড্রোনটি একবার ব্যবহারযোগ্য কামিকাজে ড্রোন। যা ২১৫ সিসি কার্বুরেটর-চালিত পিস্টন ইঞ্জিন এবং পুশার প্রপেলার ব্যবহার করে। এটি ‘মোটরসাইকেল’ বা ‘ঘাস কাটার মেশিনের’ মতো জোরালো ও স্বতন্ত্র শব্দ তৈরি করে এবং ৬ ঘণ্টা পর্যন্ত উড়তে সক্ষম।

মার্কিন ড্রোন FLM–136
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কম খরচের আক্রমণাত্মক ড্রোন সিস্টেম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ইরানি ড্রোনটির কপি তৈরি শুরু করেছে। ইরানি ড্রোনটির দাম যেখানে ২০ থেকে ৫০ হাজার ডলার, সেখানে মার্কিন সংস্করণের সম্ভাব্য দাম হবে প্রায় ৩৫ হাজার ডলার। তবে এতে লঞ্চের সময় ব্যবহৃত বুস্টার রকেট বা মার্কিন সংস্করণ তৈরি করতে ব্যয় হওয়া গবেষণা ও উন্নয়ন খরচ অন্তর্ভুক্ত নয়।
প্রতিবেদন অনুসারে, এ মার্কিন ড্রোনটি এখন FLM-136 নামে পরিচিত এবং সেন্টকমের নতুন ইউনিট ‘স্ট্রাইক অফ দ্য স্করপিয়ন’–এর মাধ্যমে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। ফলে ইরানি ড্রোনের আদলে তৈরি একটি অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পুরনো মানসিকতার তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এমবি

