ছবি : সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এএন-২২ সিরিজের একটি সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যা কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইট) ছিল।
তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানাটতে তখন পাইলটসহ ৭ জন আরোহী ছিলেন।
সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ইভানোভো জেলার একটি বিরান এলাকায় আছড়ে পড়ে। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। জনবসতিহীন এলাকায় দুর্ঘটনা ঘটায় আর কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
রাশিয়ার প্রায় চার বছরের ইউক্রেন যুদ্ধ চলাকালে সামরিক পরিবহন ও সরঞ্জাম–সম্পর্কিত দুর্ঘটনা ক্রমেই বেড়েছে। দেশে সামরিক সরবরাহ ও কার্যক্রম বাড়ার কারণে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে।
সূত্র : তাস
এমএইচএস

