কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭
কলম্বিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
কলম্বিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (১৪ ডিসেম্বর) ঘটে। নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং একজন চালক রয়েছেন।
কলম্বিয়ায় বাস খাদে পড়ে ১৭ জন নিহত, আহত ২০
কলম্বিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং একজন বাস চালক রয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিমে কলম্বিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্যারিবিয়ান উপকূলে একটি বীচ ভ্রমণের উদ্দেশ্যে বাসে যাচ্ছিলেন। বাসটি ৪০ মিটার গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অনেকেই নিহত হন। আহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক তা এখনও নির্ধারণের চেষ্টা চলছে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।
এক ভিডিওবার্তায় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন শিক্ষার্থী বলেন, ‘আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম। এরপর আর কিছু মনে নেই।’
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তরুণদের প্রাণহানির এ ঘটনা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। তারা যখন পড়াশোনা করতে বা আনন্দ উপভোগ করতে যায়, তখন এমন ঘটনা আরও গ্রহণযোগ্য নয়।’
এমবি

