Logo

আন্তর্জাতিক

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এম রিয়াজ হামিদুল্লাহ। ফাইল ছবি

সাম্প্রতিক নিরাপত্তা হুমকি ও কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত নিজেদের হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে দিল্লি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। 

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নিয়েছে ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এক জনসভায় হাসনাত আবদুল্লাহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ‘সেভেন সিস্টার্স’ উল্লেখ করে বিচ্ছিন্ন করার হুমকি দেন। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের দল উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে। এসব বক্তব্যকে গুরুতর ও উস্কানিমূলক হিসেবে দেখছে ভারত।

এর আগে, গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তার দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্যে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে পারস্পরিকভাবে উপকারী উল্লেখ করে বলেন, দুই দেশ একসঙ্গে সমৃদ্ধি, শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার পথে এগিয়ে যেতে পারে। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্বও তুলে ধরেন।

দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও পাল্টাপাল্টি তলবের ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর