Logo

আন্তর্জাতিক

ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ৫১ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠাল যে ৩ দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩

ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ৫১ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠাল যে ৩ দেশ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এ তথ্য প্রকাশ করেছে। খবর ডেইলি আউসাফের।

সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদের প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় পাকিস্তানি নাগরিকদের অফলোড (যাত্রা বাতিল) করার বিষয়টি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়।

বৈঠকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মহাপরিচালক জানান, ভিক্ষাবৃত্তির কারণে পাকিস্তানিদের বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে। তিনি বলেন, চলতি বছরে ৫১ হাজারের বেশি মানুষকে অফলোড করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে হাজার হাজার ব্যক্তিকে অফলোড করা হয়েছে।

তার তথ্যমতে, চলতি বছরে সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে। আর দুবাই থেকে ৬ হাজার এবং আজারবাইজান থেকে প্রায় ২ হাজার ৫০০ পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধভাবে বিদেশযাত্রা রোধে নেয়া পদক্ষেপের ফলে পাকিস্তানের পাসপোর্ট র‍্যাংকিং ১১৮ থেকে উন্নীত হয়ে ৯২-এ উঠে এসেছে বলে উল্লেখ করেন এফআইএ মহাপরিচালক।

তিনি আরও বলেন, গত বছর ৮ হাজার মানুষ অবৈধভাবে ইউরোপে গিয়েছিল, কিন্তু এ বছর সেই সংখ্যা কমে ৪ হাজারে নেমে এসেছে। সামগ্রিকভাবে ভিক্ষাবৃত্তির কারণে সৌদি আরব থেকে মোট ৫৬ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান সৌদি আরব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর