দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে বেকারসডাল টাউনশিপে গোলাগুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। রবিবার স্থানীয় সময় মধ্যরাত ১ টায় গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে। খবর আল জাজিরার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ১২ জন অজ্ঞাত বন্দুকধারী দুটি গাড়িতে করে বেকার্সডাল এলাকায় এসে ট্যাভার্নের ভেতরে উপস্থিত লোকজনের ওপর গুলি চালায়। ঘটনাস্থল ত্যাগ করার সময়ও তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।
জাতিসংঘের মাদক ও অপরাধ দফতর (ইউএনওডিসি)-এর ২০২৩–২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি এক লাখ মানুষের মধ্যে ৪৫ জন হত্যার শিকার হন; যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার।
আইএইচ/

