ইন্দোনেশিয়ায় মহাসড়কে বাস উল্টে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে যোগিকার্তা যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস মহাসড়কে উল্টে গেলে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩৪ জন আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে জাকার্তার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে স্থানীয় উদ্ধার এজেন্সির প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে যোগিকার্তার উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের লেন পরিবর্তনের সময় বাসটি প্রচণ্ড গতিতে সড়ক বেষ্টনিতে আঘাত করে উল্টে যায়।
তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করতে পেরেছি।
বুদিওনো জানান, ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং একজন পরে হাসপাতালে মারা যান। এছাড়া আরও বেশ কয়েকজনকে পার্শ্ববর্তী সেমারাং শহরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এমবি

