Logo

জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, সংঘর্ষ

Icon

দিল্লি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১

আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। বিক্ষোভ চলাকালে কয়েকজন বিক্ষোভকারী পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকমিশনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও একাধিক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকশ বিক্ষোভকারীকে ঠেকাতে পুলিশের ব্যারিকেড দেওয়া হলেও একপর্যায়ে তারা সেগুলো ভেঙে ফেলে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের অনেককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভিএইচপির ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে আগে থেকেই বাংলাদেশ হাইকমিশনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দ্য হিন্দু জানায়, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রাখা হয়। পত্রিকাটি এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। এক বিক্ষোভকারীকে উদ্ধৃত করে বলা হয়, ‘আজ আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমরাও দিপু হয়ে যাব।’

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর ময়মনসিংহের বালুকা এলাকায় দিপু চন্দ্র দাস নামে ২৫ বছর বয়সী এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, অভিযোগিত ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করার প্রসঙ্গও উঠে এসেছে এসব প্রতিবেদনে। এনডিটিভি জানায়, নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশ মিশনকে ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করে ভারতের হাইকমিশনারকে তলব করেছে। 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কূটনৈতিক স্থাপনায় এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং এতে কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে।

বিবৃতিতে ভারত সরকারকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, পুনরাবৃত্তি রোধ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সিয়াম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর