Logo

আন্তর্জাতিক

দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া, থামল সীমান্ত লড়াই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া, থামল সীমান্ত লড়াই

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ২০ দিন ধরে চলা তীব্র সংঘর্ষের পর দেশ দুটি দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তি করেছে। যার ফলে লড়াই বন্ধ হয়েছে। ছবি : সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ২০ দিন ধরে চলা তীব্র সংঘর্ষের পর দেশ দুটি দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তি করেছে। যার ফলে লড়াই বন্ধ হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) থাইল্যান্ডের চানথাবুড়ি প্রদেশের সীমান্তে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাথাপন নার্কফানিট ও কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা চুক্তিতে স্বাক্ষর করেন।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

উভয় দেশের মন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আর কোনো নড়চড়া ছাড়া মোতায়েন করা সেনারা যেখানে আছে সেখানেই থাকবে। কোনো শক্তিবৃদ্ধি উত্তেজনা বাড়াবে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলবে।

রয়টার্স জানিয়েছে, প্রায় তিন সপ্তাহের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০১ জন নিহত এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিমানের হামলা, রকেট বিনিময় ও ভারী কামান থেকে গোলাবর্ষণসহ এটি ছিল সম্প্রতি দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান কংসিরি জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই ঘণ্টার মধ্যে গোলাগুলির কোনো খবর পাওয়া যায়নি।

যুদ্ধবিরতির আগে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শনিবার ভোররাতে থাই বাহিনী বিমান হামলা চালিয়েছে। তবে যুদ্ধবিরতির পর সংঘর্ষের কোনো খবর নেই।

এর আগে চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু ডিসেম্বরের শুরুতে নতুন সংঘর্ষ শুরু হলে চুক্তি ভেঙে পড়ে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর