সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণ, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৯:০৭
সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস মোন্টানায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, ‘লে কন্সটেলেশন’ নামের ওই মদের দোকানে নতুন বছর বরণ উপলক্ষে উৎসব চলছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানটির ভেতরে থাকা বহু মানুষ আটকা পড়েন।
সুইজারল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস অন্তত ৪০ জন নিহতের খবর নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৪০ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।
সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসে অবশ্য ৪০ জন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘হতাহতের সংখ্যা অনেক বেশি। প্রায় ৪০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।’
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। এছাড়া নিহত ও নিখোঁজদের স্বজনদের জন্য আলাদা তথ্যকেন্দ্র (বুথ) খোলা হয়েছে।
এমবি

